বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন শ্রীবরদীতে যুব অধিকার পরিষদের ইউনিয়ন শাখার কমিটি গঠন: আহবায়ক মনজুরুল, সদস্য সচিব জাহিদ নকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নকলায় পেঁয়াজ ও গম চাষের ওপর মাঠ দিবস

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২২৯ বার পঠিত

শেরপুরের নকলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পেঁয়াজ ও গমের বাস্তবায়িত প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার উরফা ইউনিয়নের উরফা ব্লকে ইউপি সদস্য সাইদুল ইসলাম-এর সভাপতিত্বে পেঁয়াজ উৎপান বৃদ্ধির লক্ষে এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. মাহমুদুল হাসান মুসা প্রমুখ।

এর আগে বুধবার (২৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিতলিথায়া ব্লকের চিথলিয়া এলাকায় বারি গম-৩৩ এর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ মাঠ দিবসেও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. মাহমুদুল হাসান মুসা, উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) আশরাফুল আলম, জাহাঙ্গির আলম আক্তার, ফারুক হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। মাঠ দিবসে রোগ প্রতিরোধী জাত বারি গম-৩৩ এর চাষাবাদ ও গম ফসল চাষের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।