শেরপুরের নকলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পেঁয়াজ ও গমের বাস্তবায়িত প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার উরফা ইউনিয়নের উরফা ব্লকে ইউপি সদস্য সাইদুল ইসলাম-এর সভাপতিত্বে পেঁয়াজ উৎপান বৃদ্ধির লক্ষে এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. মাহমুদুল হাসান মুসা প্রমুখ।
এর আগে বুধবার (২৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিতলিথায়া ব্লকের চিথলিয়া এলাকায় বারি গম-৩৩ এর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এ মাঠ দিবসেও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. মাহমুদুল হাসান মুসা, উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) আশরাফুল আলম, জাহাঙ্গির আলম আক্তার, ফারুক হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। মাঠ দিবসে রোগ প্রতিরোধী জাত বারি গম-৩৩ এর চাষাবাদ ও গম ফসল চাষের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।