শেরপুরের নকলায় পর্দা নামলো সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার। বুধবার (২৩ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব শতবর্ষ মঞ্চে মেলার সমাপনী উপলক্ষে মহান মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (পদোন্নতি প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব) কাউছার আহাম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা, নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী প্রমুখ।
এসময় নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নকলায় অনুষ্ঠিত হয়ে যাওয়া সপ্তাহব্যাপী এ মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় নকলা প্রেস ক্লাবসহ উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ অংশগ্রহণ করেছিলো।
মেলায় প্রতিদিন মহান মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, কবিতা আবৃত্তি, অভিনয় ও নাটিকা, শিক্ষা ও বিনোদন মূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা সুন্দর ও সফলভাবে সমাপনী করতে পেরে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।