তামাক চাষে
–ড. নূরুল হুদা মামুন
—————————————————————————————–
—————————————————————————————–
তামাক চাষে মাটি নষ্ট
উর্বরতা হারায়,
পরিবেশের ক্ষতি করে
স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়।
অধিক হারে রাসয়নিক সার
কীটনাশকও লাগে,
দূষিত হয় মাটি পানি
মনে রেখো আগে।
রোগজীবাণু বাসা বাঁধে
মানুষ প্রাণীর দেহে,
জলজ প্রাণী মারা পড়ে
জ্ঞানী লোকে কহে।
তামাক চাষে নাই উপকার
আছে শুধু ক্ষতি,
তামাক আবাদ বন্ধ ছাড়া
নাইকো কোন গতি।
সুস্থ জীবন গড়তে হলে
সবজি খাব আরো,
অধিক ফসল ফলাতে তাই
তামাক আবাদ ছাড়ো।
করবো না আর তামাকের চাষ
শপথ নেবো সবে,
তামাক ছেড়ে সবজি চাষে
ভরে দেব তবে।