স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে শেরপুরের নকলায় ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ নকলা উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু-এঁর জীবনাদর্শের ওপর আলোচনা সভা, শিশু শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) চন্দ্রকোনা ইউনিয়ন বাজারে চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নুরুল হকের সভাপতিত্বে এ আলোচনা সভা ও কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক রিপনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক ও শেরপুর জেলা ইউনিটের আহবায়ক আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইউনিটের সহ-সভাপতি এস.এম আবু হান্নান ও চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু।
এছাড়া আরো বক্তব্য রাখেন- সংগঠনটির নকলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অধ্যাপক শফিকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আইয়্যুব খান প্রমুখ।
আলোচনা সভার পরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জীবনাদর্শের ওপর অনুষ্ঠিত শিশু শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে অতিথিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কৃতকর্মের ওপর লেখা বিভিন্ন বই তুলেদেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ শেরপুর জেলা নারী ইউনিটের সভাপতি সুলতানা হোছনে জাহান রত্মা ও সদস্য সচিব সানজিদা খানম পলিন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দিকী উৎপল, সাংগঠনিক সম্পাদক এফ.এম ওবায়দুল হক ও মো. মোশারফ হোসাইন, অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক খোরশেদ আলম শ্যামলসহ জেলা-উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন, নকলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ও অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন গনমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।