শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
৬ ডিসেম্বর শ্রীবরদী হানাদার মুক্ত দিবস নকলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের শপথ গ্রহণ নকলায় জন্ম নিবন্ধনে আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শেরপুরের ছানার পায়েসের কদর দেশ বিদেশে, জিআই পণ্যের মর্যাদা অর্জন পেশাজীবী অধিকার পরিষদের শেরপুরে জেলা শাখার কমিটি গঠন : সভাপতি শহিদুল, সা.সম্পাদক ফারুক ফুল ও গাছের চারা বিক্রি করে বছরে সঞ্চয় লাখ টাকা নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেরপুর জেলা ছাত্র সংসদের আয়োজনে নবীনবরণ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৮১১ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্র সংসদ-এর আয়োজনে নবীনবরণ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। শনিবার (১৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাস মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্র সংসদের সভাপতি শামস মোহাম্মদ নাসিফ (হৃদয়)-এর সভাপতিত্বে এই নবীনবরণ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ও ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির সভপতি মো. নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রাক্তন সিনিয়র সচিব ও শেরপুর জেলা সমিতির কার্যকরী সভাপতি মো. আবদুস সামাদ ফারুক।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আজহারুল ইসলাম খান (মুকুল), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. বিল্লাল হোসেন, শেরপুর সমিতির মহাসচিব ও ডিপিডিসি-এর ডিরেক্টর (প্রজেক্ট-১) প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন করিম আহম্মেদ মুন্না ও রুমি খান, সহ-শিক্ষা সম্পাদক লতিফুল ইসলাম নিপুল, সদস্য এ.আর মিন্টু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও ইজি বাংলা’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতিকুর রহমান মিন্টু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ শালীন ও হৃদয় হাসান সোহাগ।

এছাড়াও এ অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান নোবেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শাহরিয়ার শাকিল, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমাজসেবা বিষয়ক সম্পাদক ওয়ালিউল্লাহ হক রাসু, প্রচার সম্পাদক রঞ্জন কুমার বিজয়সহ ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি’র নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেরপুর জেলা ছাত্র সংসদ-এর নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুর সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার নতুন ও পুরাতন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অতঃপর পুরষ্কার বিতরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্র সংসদ-এর উদ্যোগে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর জেলা ছাত্র সংসদ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।