বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে ‘মানবতার দুয়ার স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে বৃক্ষ রোপণ করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসাধারণকে বৃক্ষ রোপণে উৎসাহিত করতে স্বেচ্ছাসেবকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরের দিকে চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আল আমিন দিদার, নকলা উপজেলা অটো সিএনজি মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনার প্রমুখ।
মানবতার দুয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শেরপুর জেলা ছাত্রলীগের উপ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক তাসনিমুল হাসান নির্ভীকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শেরপুর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফুরকান আহমেদ শ্রাবণ, সদস্য মাহমুদুল হাসান খান, অভি, শাহবাজ উদ্দিন বাবু, নাজিম উদ্দিন, হুমায়ুন কবির রাসেল, বাবুল মিয়া, আমিরুল আপন, অর্ণব রায়সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।