শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

নকলায় যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৩৩ বার পঠিত

শেরপুর জেলার নকলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন কা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল পৌণে ৯টায় (৮ঃ৪৫মিনিট) উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে ও ৯টার সময় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন; সদস্য আকরাম হোসেন, রাশেদুল হাসান রঞ্জু, মর্তুজ আলী, সোহেল রানা, ফরিদ উদ্দিন ও আদিল আহমেদ পল্লবসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মী, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও অন্যান্য সাংবাদিকগনসহ বিভিন্ন পেশাশ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।

এছাড়া এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের ঘোষিত ও বাস্তবায়নকৃত কর্মসূচি সমূহে উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ স্বতষ্ফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে সকল অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।