সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে নকলা উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টায় উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি উপজেলা পরিষদের সিএ আইনুন নাঈম পানেল ও সাধারণ সম্পাদক উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) দিদারুল আল আমিন দিদারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সেলিম মিয়া, সহ-সভাপতি সরকার আবু রায়হান, রাজিব মিয়া ও মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল আহসান, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, অর্থ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক আনিছুর রহমান, সহ-সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, কার্যকরী সদস্য জহিরুল ইসলাম, এস.এম মোফাখখারুল ইসলাম, আব্দুল জব্বার খান ও আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষে পুষ্পার্ঘ্য অর্পনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ, পুলিশ বিভাগের এসআই, এএসআই ও সদস্যবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বীর মুক্তিযোদ্ধাগন, ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন পেশাশ্রেনীর জনগন ।