সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ও আয়োজনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়নকৃত কর্মসূচি সমূহের মধ্যে আলোচনা সভা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর পুষ্পস্তবক অর্পণ, কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল উল্লেখ্যযোগ্য।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম প্রমুখ।
এসময় সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা, ফুলেছা খাতুন, ফাহমিদা আহম্মেদ, ক্বারী কাজীমদ্দিন, মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পরে শিক্ষার্থীদের মাঝে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জীবনাদর্শের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
সবশেষে বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্য ও দেশের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্বারী কাজীমদ্দিন।