বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলার নকলা পৌরসভার উদ্যোগে ও আয়োজনে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-এর দুটি সেমিফাইনাল খেলা আগামী ১৮ মার্চ শুক্রবার ও ২০ মার্চ রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
১৮ মার্চ শুক্রবারে অনুষ্ঠিতব্য প্রথম সেমিফাইনাল খেলায় বিজয়ের লক্ষে লড়াই করবে ‘এ’ গ্রুপের বিজয়ী ১নং ওয়ার্ড একাদশ বনাম ‘বি’ গ্রুপের বিজয়ী ৬নং ওয়ার্ড একাদশ এবং ২০ মার্চ রবিবারে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনাল খেলায় লড়াই করবে ‘সি’ গ্রুপের বিজয়ী ৪নং ওয়ার্ড একাদশ বনাম ‘ডি’ গ্রুপের বিজয়ী ৯নং ওয়ার্ড একাদশ দল।
এর আগে ৮ মার্চ মঙ্গলবার নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫নং ওয়ার্ড একাদশ ও ৭নং ওয়ার্ড একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। ৯ মার্চ বুধবার বিকেলে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় ‘এ’ গ্রুপের ১নং ওয়ার্ড একাদশ দল ৩ নং ওয়ার্ড একাদশের সাথে লড়াই করে সেমিফাইলে উঠে। ১১ মার্চ শুক্রবার বিকেলে টুর্নামেন্টের তৃতীয় খেলায় ‘বি’ গ্রুপের ৬নং ওয়ার্ড একাদশ দল ২ নং ওয়ার্ড একাদশের সাথে লড়াই করে সেমিফাইলে অবতির্ণ হয়।
১৩ মার্চ রবিবার বিকেলে প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় ‘সি’ গ্রুপের ৪নং ওয়ার্ড একাদশ দল ৫/৭ নং ওয়ার্ড একাদশের সাথে লড়াই করে সেমিফাইলে অবতির্ণ হয়। ১৫ মার্চ মঙ্গলবার বিকেলে টুর্নামেন্টের চতুর্থ খেলায় ‘ডি’ গ্রুপের ৯নং ওয়ার্ড একাদশ দল ৮ নং ওয়ার্ড একাদশের সাথে লড়াই করে সেমিফাইলে উঠে।
উল্লেখ্য, ৮ মার্চ মঙ্গলবার বিকেলে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনের সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি তাঁর মোবাইল ফোনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সদ্য পদায়ন প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব) কাউছার আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগনসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিকগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো ক্রীড়ামোদি জনগন উপস্থিত ছিলেন।