শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

নকলায় কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৬৭ বার পঠিত

শেরপুরের নকলায় অনাবাদি পতিত জমি ও পারিবারিক সবজি পুষ্টিবাগান প্রকল্পের আওতায় কৃষক গ্রুপে মাঝে কৃষিযন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজু রহমান-এঁর সভাপতিত্বে কৃষিযন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সদ্য পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব) কাউছার আহাম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ মো. মাহামুদুল হক মুসা, চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দুসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগী কৃষক গ্রুপের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, অনাবাদি পতিত জমি ও পারিবারিক সবজি পুষ্টিবাগান প্রকল্পের আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি কৃষক গ্রুপের মাঝে প্রতিটিতে একটি করে ফুট পাম্প, ২টি করে হ্যান্ড স্প্রেয়ার, ২টি করে বাডিং নাইফ ও ২টি করে প্রুনিং শেয়ার বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।