ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় টিউবওয়েলের গর্তের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামের খাদেমুল হকের মেয়ে রৌজা মনি (২) ও খাদেমুল হকের ভাই রুবেল মিয়ার মেয়ে সানজিদা আক্তার রাইসা (৩)।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চাচাতো ২ বোন রৌজা মনি ও রাইসা একসাথে খেলতে যায়। খেলতে গিয়ে তারা বাড়ির পাশে টিউবওয়েলের গর্তের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের লাশ ওই গর্তের পানিতে ভেসে থাকতে দেখেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।