বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রফিকুল ইসলাম আধার’র ২টি কাব্যগ্রন্থ পাওয়া যচ্ছে একুশে বই মেলায় বন্যার ক্ষতি পোষাতে ব্যস্ত সময় পাড় করছেন নকলার কৃষক শেরপুরে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নকলায় ভিডব্লিউবি উপকারভোগীর মাঝে সঞ্চয়ের টাকা প্রদান নকলায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ শেরপুরের ৩টি সংসদীয় আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উদ্দীপণা পুরষ্কার প্রদান নকলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২, আহত ৪ নকলায় নেতৃবৃন্দের খোঁজখবর নিতে ব্যস্ত সময় পার করছেন ফাহিম চৌধুরী নকলার চরঅষ্টধর ইউনিয়ন যুব অধিকার পরিষদ’র সভাপতি রনি, সম্পাদক সুজন

সেচ্ছাসেবক লীগের কাজ সমাজসেবা করা : নকলার নেতৃবৃন্দের উদ্দেশ্যে মতিয়া চৌধুরী

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩২৭ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের অন্যতম কাজ হচ্ছে সমাজসেবা করা। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক সফল কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি তাঁর নির্বাচনী এলাকা শেরপুর-২ এর নকলা উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে এমন মন্তব্য করেন।

তিনি জানান, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান-এঁর তনয়া জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর কাছে সেচ্ছাসেবক লীগ হচ্ছে সারা দেশের মানুষের সার্বিক কল্যাণে নিয়োজিত রাখার মতো আওয়ামী লীগের অন্যতম একটি অঙ্গসহযোগী সংগঠন। রবিবার (১৩ মার্চ) নকলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে মতিয়া চৌধুরী এমপি এসব কথা বলেন।

নকলা উপজেলা সেচ্ছাসেবক লীগের নব গঠিত কমিটির সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে উপজেলা সেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দরা মতিয়া চৌধুরী এম.পি’র রাজধানী ঢাকার রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ফুলেল শুভেচ্ছা বিনিময়সহ নতুন নেতৃত্ব হিসেবে তারা মতিয়া চৌধুরী এম.পি’র পরামর্শ গ্রহনের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

এসময় সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম ঠান্ডু, মোরশেদুল হাসান রবিন, মঞ্জুরুল হক মঞ্জু, ফিরোজ আহম্মেদ, ফরহাদ আলী ও খোরশেদ আলম; যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম রাজিব ও মেহেদী হাসান শান্ত; সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দিন, তরিকুল ইসলাম ও রাফিকুল ইসলাম; প্রচার সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফরিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শ্রী প্রার্থ রায়, আইন বিষয়ক সম্পাদক নোমান উল হক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রাজিব হাসান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক রফিজ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল-আমিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক টুটুল আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

মতিয়া চৌধুরী এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত পরবর্তী তাঁর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে রবিবার বিকেলে সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির বেশ কিছু নেতৃবৃন্দের সাথে নকলা উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নকলা উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর ধানমন্ডিস্থ ঐতিহাসিত ৩২ নম্বর বাড়ির সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে জাতির পিতা শেখ মুজিবুর রহমান-এঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সকল নেতা-কর্মী এক মিনিট নীরবতা পালন শেষে বিশেষ প্রার্থনা করেন তারা।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান স্বপন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও শেরপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন কবির, কেন্দ্রীয় কমিটির সদস্য এহতেশামুল হক সুমন, শেরপুর জেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম রাসেলসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা সেচ্ছাসেবক লীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নকলা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের উদ্দেশে কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান স্বপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এঁর হাতকে আরও শক্তিশালী করতে হলে সেচ্ছাসেবক লীগকে সদা তৎপর থাকতে হবে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে রাজপথে থেকে সর্ব সাধারনের কল্যাণে এগিয়ে আসতে ও উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা-এঁর আমলে বাস্তবায়ন করা সকল উন্নয়ন কর্মকান্ডের চিত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানান কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও শেরপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতা শাখাওয়াত হোসেন কবির।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।