শেরপুরে রাজনীতিতে নারীর অগ্রগতি ‘টেকশই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার (১৪ মার্চ) দুপুরে জেলা শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থা শেরপুর জেলার চেয়ারম্যান নাসরিন রহমান ফাতেমার সভাপতিত্বে ও শেরপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলার সঞ্চালনায় বক্তব্য রাখেন- শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা এএসএম নূরুল ইসলাম হিরো, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম মামুনুর রশিদ পলাশ ও আবু রায়হান রুপন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার ও সিনিয়র কো-অর্ডিনেটর নিরুপাম ভৌমিক প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের আঞ্চলিক ও জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।