শেরপুরের নকলায় মার্চ মাসের বিভিন্ন দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ নকলা উপজেলা শাখার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ মার্চ) রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অধ্যাপক শফিকুল ইসলাম দুলাল-এর সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক ও জেলা কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ।
সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আরও বক্তব্য রাখেন- সহ-সভাপতি মনসুর আলী, আব্দুুল হাকিম, এফ.এম রেজাউল করিম ও এমদাদুল হক; যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দিকী উৎপল, হাফিজুর রহমান বাদল ও সুলতান মাহমুদ; সাংগঠনিক সম্পাদক হাবিল উদ্দিন, এফ.এম ওবায়দুল হক ও মোশারফ হোসাইন; অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক খোরশেদ আলম শ্যামল, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা হোছনে জাহান রত্মা, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এমরান হোসেন, সদস্য হাবিল উদ্দিন, খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও এমদাদুল হক রিপন প্রমুখ।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে মাহমুদুল হাসানসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সভায় ১৭ মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আলোচনান্তে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম খুব সহজে বাস্তবায়নের জন্য স্থায়ী ফান্ড গঠনের বিষয়ে ও বিভিন্ন উন্ননমূলক সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান সদ্য প্রয়াত হওয়া ও চলমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় কেন্দ্রীয় কমিটির অনুমতিক্রমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সবশেষে সদ্যপ্রয়াত বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমানসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান গত শনিবার (২৫ ডিসেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৪:৫০ মিনিটের সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মজিবর রহমান নকলা পৌরসভাধীন মাউড়া এলাকার মৃত কছিম উদ্দিন মাস্টারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ-এঁর বড় ভাই। তিনি মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টার সময় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মজিবর রহমান-এঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।