রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

নকলায় বেকার যুবক-যুবনারীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৩৪ বার পঠিত

শেরপুরের নকলায় বেকার যুবক ও যুবনারীদের এক মাস মেয়াদী মৎস চাষ ও ৭ দিন মেয়াদী গরু মোটাতাজা করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে ধারন করে শনিবার (১২ মার্চ) সকালে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে বেকার যুবক ও যুবনারী প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র, সহজ ঋণের ও ভাতার মোট প্রায় ১২ লক্ষ টাকা সমমূল্যের চেক প্রদান করা হয়।

এ উপলক্ষে জেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন অফিসের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার টালকি ইউনিয়নের নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আজহারুল ইসলাম খান (মুকুল) ও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নকলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখ।এসময় জেলা-উপজেলা যুব উন্নয়ন অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলায় কর্মরত বিভন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিকগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন এলাকা থেকে আগত বেকার যুবক ও যুবনারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আজহারুল ইসলাম খান (মুকুল) জানান, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের তরুণ বেকার যুবসমাজ আজ স্বাবলম্বী হচ্ছে। তারা বঙ্গবন্ধু-এঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।মহাপরিচালক বলেন, অদূর ভবিষ্যতে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিতে জেলা বা বিভাগীয় শহরে যাওয়ার প্রয়োজন হবে না। বেকার যুবক ও যুবনারীদের স্বাবলম্বী করে গড়ে তোলতে প্রয়োজনে ইউনিয়নে ভিত্তিক প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ ও সনদ নিয়ে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ পেতে কোন প্রকার সমস্যা বা জটিলতা দেখাদিলে বা হয়রানির স্বীকার হলে যুব উন্নয়ন দপ্তরে, অথবা সরাসরি তাকে জানানোর পরামর্শদেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আজহারুল ইসলাম খান (মুকুল)।

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।