শেরপুরের ঝিনাইগাতীতে গলায় ফাঁস দিয়ে রূপা আক্তার (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ মার্চ) উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের ঢাকাইয়া মোড় এলাকায় গৃহবধূর শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।
রোপা আক্তার বাকাকুড়া গ্রামের জৈমত আলীর ছেলে নূর শাহিনের স্ত্রী ও একই গ্রামের আব্দুল ওয়াহাবের মেয়ে। রূপা আক্তার দেড় বছর বয়সী এক কন্যা সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রুপা আক্তারের পালিত একটি ছাগল তার শাশুড়ীর রোপন করা লাউ গাছ খাওয়াকে কেন্দ্র করে শ্বশুর বাড়ীর লোকজনের সাথে রুপার ঝগড়া হয়। এর কিছুক্ষণ পরে রূপা আক্তার তার স্বামীর বাড়ির সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় রুপার শ্বশুর বাড়ীর লোকজন পুলিশি ভয়ে পলাতক আছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।