বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম দিবসকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় ক্লিন আপ টিমের উদ্যোগে নকলা পৌরসভার গড়েরগাঁও মোড়ের বঙ্গবন্ধু চত্বর ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। শুক্র ও শনিবার অর্ধদিন করে এ কার্যক্রম চলে।
শুক্রবার সকালে এ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির অনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সদ্য পদোন্নতি প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব) কাউছার আহাম্মেদ।
ক্লিন আপ নকলা টিমের ম্যানেজমেন্ট সমন্বয়ক আব্দুল্লাহ আল-আমিনের সভাপতিত্বে পরিচালিত এ কর্মসূচিতে ক্লিন আপ বাংলাদেশ’র ভাইস চেয়ারম্যান ও শেরপুর জেলা সমন্বয়ক আল আমিন রাজু, জেলার ভারপ্রাপ্ত লজিষ্টিক সমন্বয়ক আল-আমিন, মানবাধিকার সংস্থা আমাদের আইনের নকলা উপজেলার সভাপতি রাশেদুল কিবরিয়া, নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী সংস্থার সভাপতি আসাদুজ্জামান, রক্তসৈনিক নকলার সাধারণ সম্পাদক মকিব হোসেন মামুন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক হাসান মিয়াসহ ক্লিন আপ নকলার স্বেচ্ছাসেবক রাইসুল কিবরিয়া রাজিব, মোকছেদুল মমিন, ইমাম হাসান সাব্বির, আরিফ রব্বানী, পরোয়ার জান্নাত পরম, ইমতিয়াজ আহমেদ, তরিকুল ইসলাম পুষ্প, সৌরভ আহমেদ সজিব, রমজান আলী, গোলাম আহমেদ লিমন, রাকিব হাসান, মাহমুদুল খলিল, রনি মাহমুদ, নাসির উদ্দিনসহ ক্লিন আপ নকলা টিমের অন্যান্য সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকগন অংশগ্রহণ করেন।
মহান স্বাধীনতার মাস উপলক্ষে ক্লিন আপ টিমের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় মাসব্যাপি এ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ক্লিন আপ শেরপুর জেলা টিমের সমন্বয়ক আল আমিন রাজু ও ক্লিন আপ নকলা টিমের ম্যানেজমেন্ট সমন্বয়ক আব্দুল্লাহ আল-আমিনসহ অনেকে।