শেরপুরের নকলা উপজেলায় মার্চ মাসের বিভিন্ন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় ১৭ মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সদ্য পদোন্নতি প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব) কাউছার আহাম্মেদ।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. মুহাম্মদ ইসহাক আলী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, পিআইও জাহাঙ্গীর আলমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, সদস্য আব্দুর রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ১৭ মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জন্ম দিনের কেক কাটা, অফিস ভবন ও চত্বর আলোকসজ্জা করা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ চত্বরে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন ও পরিদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানান কর্মসূচি পালনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ মঞ্চে (মুক্ত মঞ্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, উপজেলার বিভিন্ন স্থানে মহান স্বাধীনতা যুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।