শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক মো. মফিজ উদ্দিনের অবসর জনিত বিদায়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর শ্রদ্ধা নিবেদন সকলকে তাক লাগিয়ে দিয়েছে।
উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক মো. মফিজ উদ্দিনের অবসর জনিত বিদায় উপলক্ষে তাকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সদ্য পদায়ন প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব) সঞ্চিতা বিশ্বাস।
ভূমি অফিসের অফিস সহায়ক মো. মফিজ উদ্দিনের কর্মদক্ষতা, তাঁর কাজের প্রতি শ্রদ্ধা ও একাগ্রতা, নিয়মানুবর্তিতাসহ বিভিন্ন শিক্ষনীয় ও অনুকরনীয় বিষয় গুলো অন্যান্য সকল কর্মকর্থা-কর্মচারীদের কৌশলে জানান দিতে এবং তাকে বিশেষ সম্মাননা প্রদানসহ সংবর্ধনা প্রদান করতে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায়ী মো. মফিজ উদ্দিন বিদায়ী সংক্ষিপ্ত বক্তব্য দানকালে আবেগ প্রবণ কন্ঠে সবার কাছে দোয়া কামনা করেন। এসময় উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। তাঁরা সবাই আবেগাপ্লুত হয়ে উঠেন। সবশেষে অবসর জনিত বিদায়ী মো. মফিজ উদ্দিনের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।