শেরপুর জেলার নকলা উপজেলায় বজ্রপাতে নিহত শরীফ আহমেদের বৃদ্ধ বাবা-মা কে জেলা পরিষদের অর্থায়নে একটি ঘর তৈরী করে দেওয়া হবে।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার জালালপুর এলাকার ছেলে হারা ওই বৃদ্ধ বাবা-মায়ের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের জন্য বরাদ্দকৃত ঘরের স্থান নির্ধারণের করতে সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়্যেদ এ.জেট মোর্শেদ আলীসহ জেলা পরিষদ কর্মকর্তাগন।
পরিদর্শন কালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ.জেট মুর্শেদ আলী-এঁর সাথে জেলা পরিষদের প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, সার্ভেয়ার সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন, নকলা পৌরসভার কাউন্সিলর ফরিদ আহমেদ লালনসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরিবারের একমাত্র উপার্জনকারী একমাত্র ছেলে শরীফ আহমেদ মারা যাওয়ার পর থেকে বৃদ্ধ বাবা-মা টিনের একটি আর্ধভাঙা চালা ঘরে বসবাস করছেন। এবিষয়টি বিভিন্ন মাধ্যমে জেলা পরিষদের কর্মকর্তাদের নজরে আসলে তাঁরা একটি ঘর তৈরী করে দেওয়ার মতো এমন মহৎ উদ্যোগ হাতেনেয় বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২ মে দুপুর দেড়টার দিকে শরীফ আহমেদ জালালপুর পূর্বপাড়া মাঠে বোরো ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরীফ নকলা পৌরসভার জালালাপুর এলাকার মো. হেদু মিয়ার একমাত্র ছেলে সন্তান ছিলো। সে জালালপুর যুব স্বেচ্ছাসেবী সংগঠনের একজন কর্মঠ স্বেচ্ছাসেবক ছিলেন।