শেরপুরের নকলায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নকলা পৌরসভার উদ্যোগে ও আয়োজনে বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মুক্তিযোদ্ধের স্মৃচিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৭ মার্চ) সকালে নকলা পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিন দুপুরে দিকে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ স্মৃতিচারণ মুলক আলোচনা সভায় প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত দিন গুলোর ওপর বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
পৌরসভার সচিব মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর।
এসময় পৗর সভার প্যানেল মেয়র ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইন্তাজ আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. সুফিয়া বেগম, জমিলা বেগম ও সুফিয়া বেগম; সাধারণ কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মো. ফরিদ আহম্মেদ লালন, মো. তোতা মিয়া, মো. জিয়াউল হক, মো. ইয়াদ আলী, মো. রফিকুল ইসলামসহ পৌরসভার হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায় কারী মো. মোশাররফ হোসেন, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।