কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘হেপাটাইটিস বি’ পরীক্ষার জন্য রক্তের নমুনা দেন বিদেশ যাওয়ার প্রস্তুতি নেওয়া সবুজ মিয়া (২৫) নামে এক যুবক। ‘হেপাটাইটিস বি’ পরীক্ষার প্রতিবেদনে সে অন্তঃসত্ত্বা বলে জানানো হয়।
রক্তের নমুনা পরীক্ষার এমন অবিশ্বাস্য প্রতিবেদন দেখে বিব্রত ও ক্ষুব্ধ হন ওই যুবক। অতঃপর প্রতিবেদন পরিবর্তন করেদেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
জানা গেছে, সবুজ মিয়া লেখাপড়া শেষ করে পরিবারের আর্থিক উন্নতির জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি পরীক্ষার জন্য ১ মার্চ রক্তের নমুনা দেন ৩ মার্চ পরীক্ষার ফলাফল প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় সবুজ নাকি ‘অন্তঃসত্ত্বা’! আর ওই প্রতিবেদনে স্বাক্ষর করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মো. মকবুল হোসেন। টেকনোলজিস্ট মকবুল হোসেন দুঃখ প্রকাশ করে জানান, প্রচন্ড ভিড়ের মধ্যে ভুল বশত এমন প্রতিবেদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান বলেন, ‘হেপাটাইটিস বি’ পরীক্ষায় কোনো ছেলের অন্তঃসত্ত্বা পজিটিভ রিপোর্ট আসার কথা নয়। এটি একান্ত ভুলবশত হয়ে থাকতে পারে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে তা সংশোধন করে দেওয়ার আশ্বাসের পরে রিপোর্টটি পরিবর্তন করে দেওয়া হয়েছে।