শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শেষে কৃষকের মাঝে বিভিন্ন শাক সবজীর বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার (২ মার্চ ও ৩ মার্চ) উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক-কৃষাণী দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর কবীর-এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে।
এছাড়া অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ওয়াসিফ রহমানসহ নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩০ জন প্রশিক্ষানার্থী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
সমাপণ অনষ্ঠানের প্রধান অতিথি শেরপুর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে অত্যন্ত উৎসাহ ব্যঞ্জক, অধিক তথ্যবহুল ও সার্বিক দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এতে কৃষক-কৃষাণীরা তাদের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলতে আগ্রহী হয়েছেন বলে অনেক প্রশিক্ষানার্থী কৃষকরা জানান।