সর্বজন শ্রদ্ধেয়, বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর নেতৃত্বে গড়া স্বাধীন দেশের প্রথম তথা ১৯৭৩ সালে গঠিত পার্লামেন্টের শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের দীর্গদিনের সাধারণ সম্পাদক, হাজী জালমামুদ কলেজ (সরকারি হাজি জালমামুদ কলেজ)-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত মিজানুর রহমান-এঁর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন-এর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
এতে আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভপাতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার চরঅষ্টধর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, সহসভাপতি ও চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনসুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান সুজা ও রেজাউল হক হীরা, পৌরআওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদুৎ, সরকারি হাজী জাল মামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।
আলোচনা সভার পরে মরহুমের রোহের মাগফেরাত ও দেশবাসীর সুখ-শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ওলিউল্লাহ।
এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা-শ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যক্ষ মিজানুর রহমান ১৪ ফেব্রুয়ারি সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিন বিকেল ৪ টায় নকলা সরকারি হাজি জালমামুদ কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।