শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা নালীতাবাড়িতে বন্যহাতি কর্তৃক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার গোপালপুর বনবিট কার্যালয় চত্ত্বরে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা শাহিন কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম।
উপজেলার ২১ টি পরিবার প্রধানদের হাতে মোট ৬ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ক্ষতিপূরনের চেক তুলেদেন ইউএনও হেলেনা পারভীন ও প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে শেরপুর বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষন কর্মকর্তা সুমন সরকার, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, গোপালপুর বন বিট কর্মকর্তা শাহ আলম, রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উল্লাহ বাদশাসহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।