দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে প্রশিক্ষণার্থী হিসেবে ফুটবল ক্যাম্পিংয়ে ডাক পাওয়া শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের তরুণ ফুটবলার আবু সাঈদ (১৪)-এর পাশে দাঁড়িয়েছে নকলা অদম্য মেধাবী সংস্থা।
তরুণ এ ফুটবলার নকলা উপজেলার জয়যাত্রা ফুটবল একাডেমীর একজন প্রশিক্ষণার্থী। তাকে ফুটবল খেলার প্রশিক্ষণ করাচ্ছেন ফুটবলের বিশিষ্ট প্রশিক্ষক সাধন বসাক। এ প্রশিক্ষণ আবু সাঈদকে প্রতিদিন রিক্সাযোগে নকলায় আসতে হয়। তাই তার যাতায়াত সুবিধার্থে তাকে একটি নতুন বাইসাইকেল উপহার হিসেবে দিয়েছে নকলা অদম্য মেধাবী সংস্থা।
এ উপলক্ষ্যে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত পরিসরে সাইকেল উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ওই বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে জয়যাত্রা ফুটবল একাডেমীর তরুণ খেলোয়াড়দের জন্য ক্রীড়া সামগ্রী ক্রয়ের উদ্দেশ্যে সংস্থাটির নেতৃবৃন্দরা জয়যাত্রা ফুটবল একাডেমীর কর্তৃপক্ষের হাতে নগদ ২০ হাজার টাকা তুলেদেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, ফুটবল খেলার প্রশিক্ষক সাধন বসাক, নকলা অদম্য মেধাবী সংস্থার উপদেষ্টা এফ.এম কামরুল আলম রঞ্জু, সহকারী পরিচালক আতিকুর রহমান আতিক, সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, অনুদান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর রউফ শিবলু, নকলা প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসাইনসহ অন্যান্য সাংবাদিকগন, নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ক্রীড়ামোদি মাজেদুল হক সুমন, ফুটবলের স্থানীয় প্রশিক্ষক মইনুল হক বাপ্পী, ক্রীড়া শিক্ষক ও প্রশিক্ষক তৌফিক হোসেন দ্বিপক, তরুণ ফুটবলার আবু সাঈদের বাবা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, জয়যাত্রা ফুটবল একাডেমীর তরুণ প্রশিক্ষণার্র্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।