শেরপুরের নকলায় ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নকলা উপজেলা শাখার উদ্যোগে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক নির্ধারিত দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এর আগে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা’র সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নকলা উপজেলার সভাপতি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও উপজেলা পরিদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নকলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি ও উপজেলা পরিদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নকলা উপজেলা শাখার সাচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হযরত আলী, বিহাড়ীরপাড় এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম, গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, কলাপাড়া মোজাকান্দা মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম মিয়া, বানেশ্বরদী খন্দকারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহাকারী শিক্ষক-শিক্ষার্থী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শরীর চর্চা ও ক্রীড়া শিক্ষকগন, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের ক্রীড়া প্রতিযোগীতায় পুরষ্কার বিতরণে ছিলো ভিন্নতা। এ্যথলেটিক্স প্রতিযোগিতার প্রতিটি ইভেন্ট শেষ হওয়ার সাথে সাথে বিজয়ীদের হাতে তাৎক্ষণিক পুরষ্কার তুলেদেওয়া হয়। এছাড়া আমন্ত্রীত অতিথিবৃন্দের হাতে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নকলা উপজেলা শাখার সৌজন্যে শুভেচ্ছা পুরষ্কার তুলে দেওয়া হয়।
এতেকরে অন্যান্য বছরের ন্যায় ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণে রাত হয়নি বরং সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্নসহ পুরষ্কার বিতরণ কার সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নকলা উপজেলা শাখার সাচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ।