প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন-এর শেরপুর জেলা কমিটির আহবায়ক মো. মেরাজ উদ্দিনকে কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ অঞ্চলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় সবুজ আন্দোলন-এর শেরপুর সদর উপজেলা শাখা, নকলা উপজেলা শাখা ও আজকের তারুণ্যসহ বিভিন্ন সংগঠনের পক্ষথেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের নিউমার্কেটের একটি প্রতিষ্ঠানের মিলনায়তনে জেলা কমিটির সদস্য সচিব ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক সাবিহা জামান শাপলার সভাপতিত্বে এক সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা সবুজ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহম্মেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের উপদেষ্টা ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোছা. ইসমত আরা পারভীন, উপদেষ্টা জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার ও প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন সোহেল, আঞ্জুমান আলম লিপি, সাংবাদিক কলামিস্ট মোহাম্মদ জুবায়ের রহমান, সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হালিমা বেগম ইতি ও নকলা উপজেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসাইন প্রমুখ।
এসময় সংগঠনের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আক্রামুজ্জামান, জুবাইদুল ইসলাম, জাহিদুল খান সৌরভ, ডা. আসাদুল ইসলাম, নাইম ইসলাম, রবিউল ইসলাম রতন, নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, শিক্ষিকা আয়েশা সিদ্দিকা ও নাসরিন আক্তার স্নিগ্ধা, সাংবাদিক আবু হানিফ, হোসাইন আহমেদ মোল্লা মামুন, বাবু চক্রবর্তী জেলা কমিটির সদস্য রাজাদুল ইসলাম বাবু, মো. শাহরিয়ার শাকির, হুমাইরা ছিদ্দিকা ছিমা, সবুজ আন্দোলন ছাত্র পরিষদের নেতা সাঈদ আহম্মেদ সাবাবসহ অনেকে উপস্থিত ছিলেন।