শেরপুরে ক্ষুদ্র জাতিস্বত্তার তরুণ-তরুনীদের তিন দিনব্যাপী মানবাধিকার ও অ্যাডভোকেসি বিষয়ক নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ শেষ হয়েছে।
প্রমোটিং রাইটস এন্ড এমপাওয়ারমেন্ট থ্রুু ইনিশিয়েটিভ অব পিপল (প্রিপ) প্রকল্পের আওতায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে।
এতে অধিকারের ধারণা, নেতার গুনাবলী, মানবাধিকারের লংঘন ও প্রতিরোধ কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া অ্যাডভোকেসি ও লবিং, যোগাযোগ দক্ষতা, প্রশাসন-স্থানীয় সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, জাতীয় মানবাধিকার কমিশনের সাথে যোগাযোগ এবং সমস্যা উত্তরণে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সংগঠক আদনান রিয়াদ এবং আইইডি’র আইপি সমন্বয়কারী হরেন্দ্রনাথ সিং প্রশিক্ষনটি পরিচালনা করেন। প্রশিক্ষণ সমন্বয়কারী ছিলেন আইপি ফেলো সুমন্ত বর্মন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সংগঠক এসএম আবু হান্নান সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ প্রশিক্ষণে জেলার ক্ষুদ্র জাতিস্বত্তা গারো, কোচ, হাজং, হদি, রবিদাস ও বর্মন সম্প্রদায়ের কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ২১ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।