শেরপুরের নকলায় মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, কলামিষ্ট, দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক বজলুর রহমান-এঁর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নকলা পৌরসভার জালালপুর এলাকাস্থ আল জামিয়াতুল ক্বাওমি মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় মরহুম বজলুর রহমান-এঁর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। আলোচনা সভার পরে মরহুমের রোহের মাগফেরাত ও দেশবাসীর সুখ-শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আল জামিয়াতুল ক্বাওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা-শ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বজলুর রহমান তৎকালীন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের আব্দুর রহমান মৌলভীর ঘর আলো করে ১৯৪১ সালের ৩ আগষ্ট জন্মগ্রহণ করেন এবং ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দেশবাসীকে কাঁদিয়ে তিনি নাফেরার দেশে পারি জমান। তিনি বাংলার অগ্নি কন্যা হিসেবে খ্যাত সাবেক সফল কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি’র স্বামী ছিলেন।