বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন শ্রীবরদীতে যুব অধিকার পরিষদের ইউনিয়ন শাখার কমিটি গঠন: আহবায়ক মনজুরুল, সদস্য সচিব জাহিদ নকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা শেরপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতা মূলক সভা

নকলায় সিআইজির ৪ সদস্যের মাঝে প্রদর্শনী প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৮ বার পঠিত

শেরপুরের নকলায় এনএটিপি-২ প্রকল্পের আওতায় মুরগি পালন সিআইজি সমিতির চার সদস্যের মাঝে প্রদর্শনী প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে প্রদর্শনীর জন্য বরাদ্দকৃত মুরগি, বিভিন্ন আসবাবপত্র, খাবার ও ঔষুধ সুবিধাভোগিদের মাঝে প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. মুহাম্মদ ইসহাক আলী প্রদর্শনী সুবিধাভোগিদের মাঝে এসব তুলেদেন। এসময় এনএটিপি-২ প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. ওয়ালিফা জাহানসহ এনএটিপি-২ প্রকল্পের ফিল্ড কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপ-সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান মঞ্জু, মাঠ সহকারী জহিরুল হকসহ ভেটেরেনারী সার্জন, এলডিডি প্রকল্পের সম্প্রসারণ কর্মকতা, এনএটিপি-২ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুরগি খামারীগন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এসব প্রদর্শনী প্রাপ্তরা হলেন- গনপদ্দী এলাকার মো. শফিকুল ইসলাম, ধনাকুশা পূর্বপাড়া এলাকার শাহিন মিয়া, উরফা এলাকার মরিয়ম আক্তার ও গৌড়দ্বার এলাকার ফরিদ মিয়া।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. মুহাম্মদ ইসহাক আলী জানান, এনএটিপি-২ প্রকল্পের আওতায় প্রদর্শনী সুবিধাভোগিদের মাঝে প্রতিজনে ১০টি করে উন্নত জাতের মুরগি, মুরগি রাখার ঘর ও প্রকল্প হতে বরাদ্দকৃত প্রাপ্ত প্রয়োজনীয় ঔষুধসহ মুরগির খাদ্য প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।