বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ওলামা ঐক্য পরিষদের আলেচনা সভা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কাওয়ালী সন্ধ্যা নকলায় স্বপ্ন প্রকল্পের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন দেশব্যাপী পরিচিত নকলার কৃতি সন্তান কবি মার্জেনা চৌধুরী আমাদের মাঝে আর নেই শেরপুরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শেরপুর টিটিসিতে আলোচনা সভা দোয়া মাহফিল শেরপুরের নালিতাবাড়ীতে জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা শেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে এসপি’র সৌজন্য সাক্ষাৎ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে নকলায় বিক্ষোভ মিছিল সামবেশ নকলায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

নকলার গৌড়দ্বার বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট পয়েন্ট উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৭ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলাধীন গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এই এজেন্ট পয়েন্ট উদ্বোধন করা হয়।

গৌড়দ্বার বাজারের উত্তরে ঢাকা-শেরপুর মহাসড়কের পূর্ব পাশে তথা গৌড়দ্বার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন মালিকানা এক ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত এজেন্ট পয়েন্টটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বাজারে স্থাপিত ব্যাংক এশিয়ার নতুন এ এজেন্ট পয়েন্টের প্রোপ্রাইটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গৌড়দ্বার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আব্দুল মোতালেব-কে।

এ উপলক্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের আয়োজনে ওই ভবনের সামনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মুহাম্মদ বোরহান উদ্দিন।

গৌড়দ্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন খাঁন মুকুল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান ঝুটন, শেরপুর জেলা ব্যবস্থাপক মো. রবিউল আলম সজিব, গৌড়দ্বার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী খাঁন দুলাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসাইন, দপ্তর সম্পাদক ও পাঠাকাটা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. সেলিম রেজা, উরফা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রমজান আলী, নকলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আব্দুল জলিলসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুব লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা উপজেলার পাঠাকাটা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. সেলিম রেজা, উরফা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রমজান আলী ও চন্দ্রকোনা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোশাররফ হোসেনের হাতে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাকিং এর নিজ নিজ পয়েন্টের প্রোপ্রাইটর হিসেবে নিয়োগপত্র প্রদান পূর্বক ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী-এঁর নিজ নাম সাক্ষরিত অনুমতিপত্র তুলেদেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।