সারা দেশের ন্যায় শেরপুর জেলার নকলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এদিবসটি পালন উপলক্ষে সকল শহীদদের স্মরনে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা পরিষদ, বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধের পক্ষের শক্তি ও ভাষা আন্দোলনে বিশ্বাসী বিভিন্ন সংগঠন, পুলিশ বিভাগ, বিভিন্ন পেশা শ্রেণীর সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এর অংশ হিসেবে নকলা থানার উদ্যোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমানের নেতৃত্বে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমানসহ পুলিশ বিভাগের এসআই, এএসআই ও সদস্যবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, বীর মুক্তিযোদ্ধাগন, ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যগন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন পেশাশ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।