সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সকল শহীদদের স্মরণে উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ শহীদ মিনারে ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ নকলা উপজেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন; সদস্য আকরাম হোসেন, রাশেদুল হাসান রঞ্জু, মর্তুজ আলী, সোহেল রানা, ফরিদ উদ্দিন ও আদিল আহমেদ পল্লব, টালকী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মী, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও অন্যান্য সাংবাদিকগনসহ বিভিন্ন পেশাশ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।
এছাড়া এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের ঘোষিত ও বাস্তবায়নকৃত কর্মসূচি সমূহে উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ স্বতষ্ফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে সকল অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেছেন।