শেরপুরের নকলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরণ প্রকল্পের আওতায় আউশ ধান আবাদকারী কৃষক গ্রুপে ধান শুকানোর মেশিন (ড্রায়ার মেশিন) প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের সামনে উপজেলার উরফা ইউনিয়নের উরফা এলাকার আউশ ধান আবাদকারী কৃষক গ্রুপের দলনেতা আবু বক্কর সিদ্দিকের হাতে ড্রায়ার মেশিন তুলেদেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।
এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহামুদুল হক মুসা, ভূরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. রেজাউল করিম , উপজেলা কৃষি অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, উরফা এলাকার আউশ ধান আবাদকারী কৃষক গ্রুপের অন্যান্য কৃষকগন উপস্থিত ছিলেন।