বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শেরপুরের নকলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও দুই দিনব্যাপি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সুজিত কুমার বণিক, জিয়াউদ্দিন আল মামুন ও আশরাফুল আলম ও রিসার্চ কেমিস্ট মহি উদ্দিন প্রমুখ।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা ইয়াসমীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের উপসহকারী প্রকৌশলী রুমান আরা জান্নাতসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।