শেরপুরের নকলায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার পাইস্কা এলাকার কৃষক নুর হেসেনের বাড়িতে এ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে-এঁর সভাপতিত্বে মাঠ দিবস ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আবু হানিফ।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহামুদুল হক মুসা-এর সঞ্চালনায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ সালমা আক্তার, শেরপুরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. এমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, জিএমপি ময়মনসিংহের উপপ্রকল্প পরিচালক কৃষিবিদ মো. মোস্তফা কামাল।
এসময় বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন, স্থানীয় কৃষক-কৃষাণী ও উপজেলা কৃষি অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।