বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ফুল ও গাছের চারা বিক্রি করে বছরে সঞ্চয় লাখ টাকা নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন

নকলায় উপজেলা ও পৌর শাখা কৃষকদল গঠনকল্পে বিএনপি’র সাংগঠনিক আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০০ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয়তাবাদী কৃষকদল নকলা উপজেলা ও পৌর শাখা গঠনকল্পে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃবৃন্দরা সাংগঠনিক আলোচনা সভা করেছেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের তৎকালীন বিএনপি সরকার দলীয় হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর বাসভবনে স্থাপিত উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা কৃষকদলের আহবায়ক আমিনুল ইসলাম আংগুর এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা কৃষকদলের যুগ্মআহবায়ক আবু সালেহ মুসা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, পৌর বিএনপির আহবায়ক কামরুল আলম খান লিটন বিএসসি ও জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপন।

উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, কৃষকদলের পক্ষে সুলতান, আকাশ, মনিরুল ইসলাম, আয়নাল হক প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির সদস্য রাব্বীনুর চৌধুরীসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জাতীয়তাবাদী কৃষকদল নকলা উপজেলা ও পৌর শাখা গঠনকল্পে বিস্তারিত আলোচনা করাসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।