শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। প্রভাষক মতিউর রহমান-কে সভাপতি ও মো. জোবায়ের আহমেদ-কে সাধারণ সম্পাদক করে ৬১সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি পূর্ণাঙ্গ এ কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নির্দেশক্রমে মঙ্গলবার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ-এর সাক্ষরিত ও প্রকাশিত এক বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা গেছে।
ঘোষিত ও প্রকাশিত কমিটির তালিকা সূত্রে জানা গেছে, ৬১ সদস্য বিশিষ্ঠ এ কমিটিতে ৩৩ জনকে কার্যনির্বাহীতে ও বাকি ২৮ জনকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা রয়েছে।
বিষয়ে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদ বলেন, আমরা দলের গঠনতন্ত্র অনুযায়ী সব সময় কাজ করবো। আমাদেরকে এমন গুরুদায়িত্ব দেওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত।
তুন কমিটির সভাপতি প্রভাষক মতিউর রহমান বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক আমরা সবাই দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করব এবং আমাদের মাদার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সুনাম রক্ষায় সদা তৎপর থাকবো।