শেরপুরের নকলায় দিন ব্যাপী নন-গ্রুপ কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ বিষয়ের উপর এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহন করেন।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. গোলাম মোস্তফা রুবেল, উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও এইও মো. মাহামুদুল হাসান মুসাসহ প্রশিক্ষণার্থী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।