বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন নকলার এএসআই চাচাসহ ভাতিজা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২৩ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পোলাদেশী গ্রামের চাচা-ভাতিজা নেত্রকোনা জেলার দুর্গাপুর এলাকায় ঘুরতে গিয়ে কলমাকান্দার পাহাড়ি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন।

এ ঘটনায় সুমন মাহমুদ (২৩) নামে মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে কলমাকান্দা লেঙ্গুড়া সড়কের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পোলাদেশী গ্রামের মুন্সি বাড়ীর বীর মুক্তিযোদ্ধা দুলাল উদ্দিনের ছেলে নেত্রকোনা পুলিশ লাইন্সে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এএসআই জহিরুল ইসলাম সবুজ (৪৬) ও একই বাড়ীর বানেশ্বরদী ইউপির প্রয়াত চেয়ারম্যান শফিকুল ইসলাম শিপুর একমাত্র ছেলে নকলা উপজেলা শাখা যুবদলের সদস্য মোহাম্মদ ইনছানুল ইসলাম ইনসান (৩০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দার লেঙ্গুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা সাত শহীদের সমাধিস্থল দেখে একটি মোটরসাইকেলে তারা ফিরছিলেন। পথে ফুলবাড়িয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন। এ সময় গুরুতর আহত হন সুমন মাহমুদ। স্থানীয়রা সুমন মাহমুদকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সুমন আপাতত শঙ্কা মুক্ত বলে মোবাইল ফোনে জানিয়েছেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

কমলাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইলে জানান, নিহত এএসআই জহিরুল ইসলাম সবুজের প্রথম জানাযা নামাজ কমলাকান্দায় অনুষ্ঠিত হয়েছে। জানাযা নামাজের পরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনা পুলিশ সুপার আকবর আলী মুনসী ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের জানান, নিহতদের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এখন চলছে পরবর্তী আইনি কার্যক্রম।

তাদের এ অকাল মৃত্যুতে নকলা শহর শাখা ছাত্রদল, যুবদল, ৫নং বানেশ্বর্দী ইউনিয়ন যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন পেশাশ্রেণীর জনগন আলাদাভাবে গভীরশোক প্রকাশ করেছেন। বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

মরহুম দ্বয়ের দ্বিতীয় জানাজা নামাজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ (১১:৩০) ঘটিকায় উপজেলার মোজার বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।