মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

শেরপুরে সবুজ আন্দোলন’র সদর উপজেলার কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৩ বার পঠিত

প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন-এর শেরপুর সদর উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সবুজ আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক মো. মেরাজ উদ্দিন ও সদস্য সচিব সাবিহা জামান শাপলা নিজ নিজ স্বাক্ষর করে অনুমোদন প্রদান করেন।

স্বেচ্ছাসেবক মো. মমিনুল ইসলামকে সভাপতি ও হালিমা আক্তার ইতিকে সাধারণ সম্পাদক করে গঠিত ৩১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি সবুজ আন্দোলনের শেরপুর সদর উপজেলার এ কমিটি গঠন করা হয়।

৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জাহিদুল হক খান সৌরভ, সহ-সভাপতি মো. আ. রশিদ, মো. হারুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক ইশরাত জাহান মল্লিকা, কারিমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত, নিপা দাস, সাংগঠনিক সম্পাদক দীপ্ত মোদক, সহ-সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন সম্পদ, অর্থ সম্পাদক মো. মানিক মিয়া, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম পাপুল, প্রচার সম্পাদক শাহিনুর আলম পনির, ছাত্র বিষয়ক সম্পাদক সাঈদ আহাম্মদ সাবাব, যোগাযোগ সম্পাদক ফারজিয়া পপি, মহিলা বিষয়ক সম্পাদক সুখি, পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. মো. গোলাম মোস্তফা, মো. জাহাঙ্গীর আলম, সদস্য মো. আতিক হাসান, মেহরাব হোসেন মুন, মো. মমিনুল ইসলাম।

অনুমোদিত কমিটি সূত্রে জানা গেছে, আগামী দুই বছর পরিবেশ রক্ষায় এ কমিটি দায়িত্ব পালন করবেন। একই সাথে সংগঠনকে শক্তিশালী করতে এই কমিটির সবাই নিজ নিজ অবস্থান থেকে সদস্য সংগ্রহ করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।