শেরপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রী কমিটির সভাপতি মির্নল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নিজ নিজ সাক্ষরিত এক বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা গেছে।
৩ সদস্য বিশিষ্ট শেরপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন- আহবায়ক মনির উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক অজয় কুমার চত্রবর্তী জয় ও যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ইয়াকুব।
জানা গেছে, আগামী ৩ মাসে মধ্যে জেলা কমিটিসহ জেলোর সকল উপজেলা ও পৌরসভা কমিটির সম্মেলন শেষ করে নতুন কমিটি গঠন করতে হবে। যথা সময়ে কমিটি গঠন করতে ব্যর্থ হলে এ কমিটি বিলুপ্ত ঘোষিত হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালে গঠিত শেরপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন হওয়ার প্রায় দেড় যুগ পরে ২৯ মে, ২০২১ তারিখে তা বিলুপ্ত ঘোষণা করা হয়।