বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

শেরপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৭ বার পঠিত

শেরপুরে জনতা ব্যাংকের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) শেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচে জনতা ব্যাংক, জামালপুর অঞ্চল (১৯৪/৬) শেরপুর অঞ্চলকে (১৩৯ অলআউট) ৫৫ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ম্যাচ শেষে জনতা ব্যাংক, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক একরামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

টি-২০ পদ্ধতিতে অনুষ্ঠিত ওই ক্রিকেট ম্যাচে ব্যাংকের জামালপুর অঞ্চলের খেলোয়াড় মোজাম্মেল হক সর্বোচ্চ ৫০ রান সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন।

খেলায় বিএমএ, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. নাদিম হাসান, জনতা ব্যাংক, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. সরোয়ার জাহান, জামালপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক আইয়ুব আলী, সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক ওমর ফারুক খান, ব্যাংকের আইন উপদেষ্টা মোখলেছুর রহমান জীবনসহ স্থানীয় সাংবাদিক ও অগণিত দর্শক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।