প্রতিবছরের ন্যায় এবারও ‘মজলুম মেহনতী সাংবাদিক ঐক্য গড়ে তুলুন’ এই স্লোগানকে ধারণ করে শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার গৌরবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে জেলা শহরের নিউমাকেটের আলিশান হোটেল এন্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা শাখার সভাপতি মো. আছাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএইচ হান্নানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের প্রধান উপদেষ্টা মো. সাদুজ্জামান সাদী, জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা, শেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি (সাবেক) জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হক মনি, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) নির্বাহী পরিচালক মো. নূরু উদ্দিন, শেরপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফুর রহমান ফকির, কোষাধ্যক্ষ মো. জাহিদুল খান সৌরভ, জাতীয় সাংবাদিক সংস্থা ঝিনাইগাতী উপজেলা ইউনিটের সভাপতি হারুন অর রশিদ দুদু, শ্রীবরদী উপজেলা ইউনিটের সভাপতি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, সাধারণ সম্পাদক এটিএম রায়হান রতন, সিনিয়র সাংবাদিক সঞ্জিব চন্দ্র বিল্টু, মাসুদ হাসান বাদল, সাংবাদিক তারিকুল ইসলাম, বুলবুল আহাম্মেদ, হামিদুর রহমান, রাজাদুল ইসলাম বাবু, জয়ন্ত কুমার দে, জেএন্ডএস গ্রুপের এইচ.আর ম্যানেজার খালেদ আহমদ, ম্যানেজার (কর্পোরেট/অ্যাডমিন) মঞ্জুরুল হক, জে এন্ড এস জুট মিলের একাউন্টস ম্যানেজার আবু রাসেলসহ অনেকে উপস্থিত ছিলেন।