শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৮ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শেষে কিশোর ফুটবলারদের (অ-১৫) মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে কিশোর ফুটবলারদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ ফুটবলে (অনুর্ধ্ব-১৫) অংশগ্রহণের জন্য বিভাগীয় দল গঠনের লক্ষ্যে জেলার ৫ উপজেলা ও শেরপুর পৌরসভা এলাকা থেকে বাছাইকৃত ৪ জন করে মোট ২৪ জন কিশোর ফুটবলার এ প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে ময়মনসিংহ বিভাগীয় দলের ট্রায়ালে অংশগ্রহণের জন্য ৮ জন কিশোর কুটবলারকে চুড়ান্তভাবে বাছাই করা হয় এবং ৩ জনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়।
সমাপনী অনুষ্ঠানে উদ্দীপনামুলক কিশোর খেলোয়াড়দের উদ্দেশ্য বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম, প্রেসক্লাবের সম্পাদক মো. মেরাজ উদ্দিন, নকলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সাবেক ফুটবলার বাদশা মিয়া, প্রশিক্ষক গোলাম শাহরিয়ার রবীন, আবু রাসেল রাজন প্রমুখ।