শিক্ষার্থীসহ দেশবাসীকে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ক্ষতিকর প্রভাব মুক্ত রাখতে বা করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা আমান্য উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে পাঠদান করার অপরাধে শেরপুরের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মালিককে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন, চরশেরপুর ইউনিয়ন ও পৌরসভার কসবা কাচারীপাড়া মহল্লায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ ফেরদৌস।
গোপন সংবাদের ভিত্তিতে এসব শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০১৮ সালের সংক্রমণ রোগ প্রতিরোধ আইনের ২৫ (১) খ ধারায় দোষী সাবস্থ্য করে কামারেরচর ইউনিয়নের মর্ডান পাবলিক স্কুলের মালিককে ১০ হাজার টাকা, উম্মে সালমা বিদ্যানিকেতনের মালিককে ১৫ হাজার টাকা, চরশেরপুর ইউনিয়নের সাতানী পাড়া এমএম পাবলিক স্কুলের মালিককে ১৫ হাজার টাকা এবং পৌরসভার কসবা কাচারীপাড়া মহল্লার জিনিয়াস একাডেমী স্কুলকে ৫ হাজার টাকা টাকা জরিমানা করেন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া, সিএ আব্দুল মুন্নাফ, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদসহ স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্য, পুলিশ বিভাগের সদস্য, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মালিক, পরিচালক ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।