শেরপুরের শ্রীবরদীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট শ্রীবরদী উপজেলা শাখার উদোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাউলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য জোট শ্রীবরদী উপজেলা শাখার আহবায়ক ও ধাতুয়া মরিয়ম স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব ও চাংপাড়া এস.কে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মো. সুলাইমান, কুরুয়া দক্ষিণ পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সেকদি এস.কে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মো. হেলাল মিয়া, পূর্ব খরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোছা. লাকী, দষ্টিপাড়া মসজিদ সংলগ্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সহকারী শিক্ষক মোছা. রাজিফা প্রমুখ।
বক্তারা বলেন, আমরা দীর্ঘ দিন যাবত বিনাবেতনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় শিক্ষকতা করে আসছি। আমরা কোন বেতন ভাতা পাই না। বর্তমানে আমরা মানবেতর জীবন যাপন করছি। দ্রুত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।
মানব বন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট শ্রীবরদী উপজেলা শাখার নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইবতেদায়ী মাদরাসা শিক্ষকগন অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।