সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

শেরপুর টিটিসিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হরিজন সম্প্রদায়ের জনসচেতনতা মূলক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৫ বার পঠিত

শেরপুর জেলার নকলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হরিজন সম্প্রদায়ের লোকজনদের স্বাস্থ্য, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের বিষয়ে উদ্ধুদ্ধ করনের লক্ষ্যে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলার নকলা উপজেলার গনপদ্দীতে স্থাপিত শেরপুর সরকারি টিটিসির আয়োজনে ও প্রবাসী কল্যাণ ও প্রশিক্ষণ ব্যুরো (বিএসইটি)-এর সহযোগিতায় বুধবার (৯ ফেব্রুয়ারি) টিটিসির মিলনায়তনে শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের সভাপতিত্বে এ জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

টিটিসি’র চীফ ইন্সট্রাক্টর (প্রধান প্রশিক্ষক) এস.এম আজহারের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর ইসমাইল হোসেন, এ.কে.এম শাহজাহান, সাজু মিয়া ও মিজানুর রহমান প্রমুখ।

এসময় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হরিজন সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ ও শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অন্যান্য প্রশিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।